We are here for your care

প্রকৃতিকে সত্যিকারের নিরাময়ের পথে আপনার পথপ্রদর্শক হতে দিন।

প্রাকৃতিক ভাবে নিরাময়ের জন্য ভিজিট করুন।

We are a Group of Professionals

We Promote healthcare Products with the help of Physicians, Pharmacists, Biotechnologist and Psychologist.

Healthway Cordyceps Sinensis Capsule

মাশরুম এর উপকারিতা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি কিন্তু আজকে আমরা এমন এক আশ্চর্য গুনগত মানসম্পন্য মাশরুম এর কথা বলব যেটা জেনে আপনারাও অবাক হবেন। এই মাশরুম এর নাম হল কর্ডিসেপ্স সাইনেন্সিস যা তিব্বত, ভুটান, নেপাল এবং চায়নার কিছু অঞ্চলে পাওয়া যায় এবং সেখানে এটি অত্যন্ত জনপ্রিয় আপনারা জানেন যে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন প্রায় তিন হাজার বছরেরও বেশি পুরনো এবং অত্যন্ত কার্যকরিভাবে বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় এই পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছে। আসুন তবে জেনে নেয়া যাক এই কর্ডিসেপ্স সাইনেন্সিস মাশরুম নিয়মিত গ্রহনের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি এবং সেই সাথে বৈজ্ঞানিক ব্যখ্যা তো থাকছেই।

কর্ডিসেপ্স মাশরুম এ মুল উপাদান হিসেবে রয়েছে কর্ডিসেপিন এবং কর্ডিসেপিক এসিড। এছাড়াও এতে রয়েছে শরীরের জন্য উপকারী বিভিন্ন উপাদান যেমন পলিস্যাকারাইড, স্টেরল, ফ্যাটি এসিড, প্রোটিন এবং নাইট্রোজেন সম্প্রতি ফ্রন্টায়ার্স ইন ফারমাকোলজিতে প্রকাশিত একটি রিভিও পেপারে বর্তমান সময়ে বহু আলোচিত বিভিন্ন রোগ যেমন ক্যান্সার, রক্তে উচ্চ মাত্রার কোলেস্টেরল, রক্তে অনিয়ন্ত্রিত শর্করা, মানসিক অবসাদ ও শারিরীক দুর্বলতা, অনিয়ন্ত্রিত রক্তচাপ ইত্যাদি বিভিন্ন রোগ নিয়ন্ত্রন এবং প্রতিরোধের নিয়ামক হিসেবে বিভিন্ন প্রজাতির কর্ডিসেপ্স মাশরুম এর উপকারিতা সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে।

প্রথমেই আসা যাক আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতির বিষয়ে কিছু কথা নিয়ে। পরিমিত পুষ্টিকর খাদ্য গ্রহন, নিয়মিত ব্যায়াম এবং সাস্থ্যকর লাইফ স্টাইলই পারে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে ১৯৯২ সালে ন্যাশনাল লাইব্রেরী অফ মেডিসিন এর একটি গবেষোণাপত্রে প্রকাশিত হয় যে কর্ডিসেপ্স সাইনেন্সিস মাশরুম মানব শরীরের ন্যাচারাল কিলার সেল এর কার্যকারিতাকে উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ব্যপক ভুমিকা পালন করে থাকে।

cordyceps sinensis

উচ্চ রক্তচাপ ও অনিয়ন্ত্রিত কোলেস্টেরল

উচ্চ রক্তচাপ এবং রক্তে অনিয়ন্ত্রিত কোলেস্টেরল আমাদের দেহে বিভিন্ন রোগ সৃষ্টি করে থাকে। উচ্চ রক্তচাপ কিডনীর সমস্যার জন্য অন্যতমভাবে দায়ী। আমাদের শরীরের জন্য LDL (Low Density Lipoprotein) যদিও ক্ষতিকারক কিন্তু HDL (High Density Lipoprotein) শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ফ্রন্টায়ার্স ইন ফারমাকোলজিতে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে শরীরে কোলেস্টেরল ও রক্তচাপের ভারসাম্য বজায় রাখতেও এই মাশরুম খুবই উপকারি।

ডায়েবেটিস

ডায়েবেটিস বা রক্তে অনিয়ন্ত্রিত শর্করা এই সমস্যায় ভোগা রোগীর কথা যদিও বলার অপেক্ষা রাখে না, কিন্তু কিছু খাদ্যাভ্যাস (সাপ্লিমেন্ট গ্রহন) এবং নিয়ন্ত্রিত জীবন যাপনের মাধ্যমে ডায়েবেটিস এবং এ থেকে সৃষ্টি হওয়া বিভিন্ন রোগ নিয়ন্ত্রন সম্ভব। ইন্টারন্যাশনাল জার্নাল অফ মেডিসিনাল মাশরুম এ প্রকাশিত একটি গবেষনাপত্রে বলা হয়েছে কর্ডিসেপ্স সাইনেন্সিস মাশরুমে থাকা পলিস্যাকারাইড বিভিন্ন এনজাইমের কার্যকারিতাকে নিয়ন্ত্রন করে রক্তে শর্করার ভারসাম্য এবং ইনসুলিন এর সঠিক নিঃসরন বজায় রাখার মাধ্যমে ডায়েবেটিস নিয়ন্ত্রনে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে।

এন্টি এজিং

বিভিন্ন ধরনের ফ্রী রেডিক্যাল শরীরের সেল ড্যামেজ থেকে শুরু করে বিভিন্ন রোগ সৃষ্টির জন্য দায়ী। কর্ডিসেপ্স শারিরীক অবসাদ দূর করে এবং শরীরে শক্তি সরবরাহ করে। গবেষনায় পাওয়া যায়, কুর্ডিসেপ্সে থাকা এন্টি অক্সিডেন্ট এই ফ্রী রেডিক্যাল থেকে রক্ষা করে প্রয়োজনীয় সেল ড্যামেজ থেকে সুরক্ষিত রাখে এবং এটি এন্টি এজিং এর পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধি এবং লিবিডো বৃদ্ধিতে সহায়তা করে (ন্যাশনাল লাইব্রেরী অফ মেডিসিন, ২০০৯)

মানসিক অবসাদ

ক্লান্তি বা শারিরীক দুর্বলতা মানসিক অবসাদের অন্যতম কারন। কর্ডিসেপ্সে রয়েছে পলিস্যাকারাইড এবং এন্টি অক্সিডেন্ট যা শরীরে ATP (Adenosine Tri Phosphate) উৎপাদন বৃদ্ধি করে এবং রক্তে অক্সিজেন সরবরাহ বৃদ্ধির মাধ্যমে ক্লান্তি এবং মানসিক অবসাদ দূর করে থাকে (ফ্রন্টায়ার্স ইন ফারমাকোলজি, ২০২১)

কিডনী

ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন এর কনসেপ্টে বলা হয়ে থাকে Kidney is the root of life. কিডনী দুর্বল হয়ে পড়লে বিভিন্ন শারিরীক সমস্যা যেমন দেখা দেয় যার মধ্যে শারিরীক দুর্বলতা অন্যতম। এজন্য কিডনীকে সুস্থ এবং সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরী। ডায়েবেটিস রোগী যারা আছেন তাদের মধ্যেও কিডনীর সমস্যা হবার প্রবনতা অত্যন্ত প্রবল কারন রক্তের অনিয়ন্ত্রিত শর্করা কিডনীতে ক্ষতিকর প্রভাব ফেলে।

চাইনিজ জার্নাল অফ ইন্টিগ্রেটেড মেডিসিনে প্রকাশিত একটি গবেষনায় দেখা গেছে যে নিয়মিত কর্ডিসেপ্স সাইনেন্সিস মাশরুম সেবনের মাধ্যমে কিডনী কে সবল রাখার পাশাপাশি যারা ক্রনিক কিডনী ডিজিসে ভুগছেন তাদের উভয় কিডনীর কার্যকারীতারও উন্নতি হয়েছে।

ফুসফুস

এটি আমাদের শরীরের অন্যতম প্রধান একটি অঙ্গ। সারা পৃথিবীতে শ্বাস-প্রশ্বাস জনিত বিভিন্ন সমস্যা যেমন ব্রঙ্কাইটিস, হাপানী ইত্যাদি রোগে ভুগতে থাকা লোকের সংখ্যা অনেক। বিশেষ করে শীতকালে ফুস্ফুস এর দুর্বলতা জনিত সমস্যার কারনে বহু লোক অত্যন্ত কষ্টকর সময় অতিবাহিত করে। দ্যা জার্নাল অফ অল্টারনেটিভ এন্ড কমপ্লিমেন্টারি মেডিসিন এ প্রকাশিত একটি গবেষোনাপত্রে টিউবারকোলোসিস, এজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিস এবং শ্বসনতন্ত্রের বিভিন্ন রোগের চিকিৎসায় কর্ডিসেপ্স সাইনেন্সিস মাশরুম এর কার্যকারিতার কথা বলা হয়েছে। তাছাড়া ফাইটোমেডিসিন জার্নালে কর্ডিসেপ্স কে বলা হয়েছে যে এটি একটি ন্যাচারাল এন্টিবায়োটিক যা আমাদের বিভিন্ন ক্ষতিকর জীবানুর (শ্বসনতন্ত্রের বিভিন্ন সংক্রমনের জন্য দায়ী বিভিন্ন ক্ষতিকর জীবানু)হাত থেকে রক্ষা করে।

ইরেক্টাইল ডিস্ফাংশন বা যৌন দুর্বলতা

একটি নির্দিষ্ট বয়স সীমা অতিক্রম করার পর কিংবা কিছু কিছু ক্ষেত্রে অল্প বয়সেই এই ধরনের শারিরীক সমস্যা দেখা দেয় (Low sex drive)। এর জন্য অনেক বিবাহিত পুরুষ যেমন মানসিক অশান্তিতে ভোগেন তেমনি অনেকের মধ্যে আবার বিবাহ ভীতিও দেখা যায়। পুরুষের শারিরীক সক্ষমতা বজায় রাখার জন্য বিভিন্ন হরমোন এর পাশাপাশি রক্তে কোলেস্টেরল, শর্করা, ফ্যাটি এসিড ইত্যাদির ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরী। এরই সাথে কিডনীর সুস্থতাও যৌন সাস্থ্যের জন্য অত্যন্ত জরুরী। ন্যাশনাল লাইব্রেরী অফ মেডিসিনে প্রকাশিত একটি গবেষনায় বলা হয় কর্ডিসেপ্স মাশরুম বিভিন্ন sexual hormone যেমন টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, প্রজেস্টেরন ইত্যাদি হরমোন নিঃসরনের মাধ্যমে যৌন উদ্দীপক হিসেবে কাজ করে এবং নিয়মিত এটি সেবনের মাধ্যমে ইরেক্টাইল ডিস্ফাংশন সমস্যার একটি স্থায়ী সমাধান সম্ভব কোন ধরনের পার্শপ্রতিক্রিয়া ছাড়াই। এছাড়াও এটি স্পার্ম বা শুক্রানুর কোয়ালিটি উন্নত করে এবং শুক্রানুকে গতিশীল করে।

কর্ডিসেপ্স কিভাবে কাজ করে?

আমরা যেমন কেনাকাটা করার জন্য মুদ্রা ব্যবহার করি, তেমনই আমাদের শরীরকেও তার দৈনন্দিন কাজের জন্য শক্তি মুদ্রা ব্যবহার করতে হয় এবং আমাদের শরীরের এই মুদ্রার নাম হচ্ছে ATP(Adenosine Tri Phosphate)। বলা হয় যে কর্ডিসেপ্স ATP এর উৎপাদন বৃদ্ধি করে আমাদের সারা শরীরে শক্তি সরবরাহ করার পাশাপাশি অক্সিজেন এর সরবরাহ ও বৃদ্ধি করে থাকে। এছাড়া কর্ডিসেপ্স মুলত আমাদের Immune System (রোগ প্রতিরোধ ক্ষমতা) কে সাপোর্ট দেয় ন্যাচারাল কিলার সেল এর কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে। এরই সাথে মানব শরীরে কোলেস্টেরল, গ্লকোজ, ফ্যাটি এসিড ইত্যাদির স্বাভাবিক ভারসাম্য বজায় রাখার মাধ্যমে ঊচ্চ রক্তচাপ, শারিরীক দুর্বলতা (যৌন দুর্বলতা) এবং বিশেষ করে টাইপ ২ ডায়াবেটিস নিয়ন্ত্রনে সাহায্য করে থাকে।

কর্ডিসেপ্স কতদিন সেবন করতে হয়?

এক্ষেত্রে একটা কথা না বললেই নয় যেটা হল, আমরা যেমন প্রতিদিন এর খাবার হিসেবে ভাত, মাছ, মাংস, সবজি ইত্যাদি খেয়ে থাকি, তেমনি ফুড সাপ্লিমেন্টও হল এমন একটি খাবার যেটা আপনি নিয়মিত খেতে পারেন যেহেতু এর কোন ধরনের পার্শপ্রতিক্রিয়া নেই। উদাহরন হিসেবে বলা যেতে পারে যে হিমালয় বা তার আশপাশের জনপদ সহ তিব্বত, চায়না ইত্যাদি বিভিন্ন দেশের লোকজন তাদের সুসাস্থ্য বজায় রাখার জন্য এই কর্ডিসেপ্স মাশরুম নিয়মিত গ্রহন করে থাকে। গবেষনায় পাওয়া যায় সাধারনত এক থেকে দুই সপ্তাহ ব্যবহার এর পর থেকে শরীরে এর ক্রিয়াকলাপ অনুভব হতে থাকে এবং একটি নির্দিষ্ট সময় সেবনের পর (২ থেকে ৩ মাস) এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ অন্যান্য প্রয়োজনীয় উপাদান (কোলেস্টেরল, গ্লকোজ, ফ্যাটি এসিড ইত্যাদি) এর ভারসাম্য অনেকটাই পুন্রুদ্ধার করতে সক্ষম। যেহেতু এই কর্ডিসেপ্স ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন হিসেবে দীর্ঘদিন ব্যবহার হয়ে আসছে এবং এর কোন পার্শপ্রতিক্রিয়া নেই, সেহেতু নিয়মিত এটি সেবন এবং সাস্থ্যকর লাইফ স্টাইল এর মাধ্যমে সুস্থ্য থাকুন এবং অন্যকেও সুস্থ্য থাকতে সহযোগীতা করুন।

সেবন বিধি

২-৩ টি ক্যাপসুল প্রতিদিন

Our Services

Gastric Problem Solution

গ্যাস্ট্রিক জনিত বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে পেট, বুক জালাপোড়া, বদহজম, IBS (Irritable Bowel Syndrome) সহ আলসার এর মত ভয়ানক রোগ।

Diabetes Control

বিশ্ব সাস্থ্য সংস্থার তথ্যমতে, অন্ধত্ব, কিডনী ফেইলিওর, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মত মারাত্মক জটিলতার পেছনে অন্যতমভাবে দায়ী হলো এই ডায়াবেটিস।

Joint Pain Relief

শরীরের প্রাকৃতিক কোলাজেনের মাত্রা কমতে শুরু করলে, আমরা জয়েন্টে ব্যথা অনুভব করি এবং হাড়ের ঘনত্ব কমে যায়, ফলে হাড়ের স্বাস্থ্য আরও দুর্বল হয়ে পড়ে এবং চলাফেরা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

Asthma Relief

সারা পৃথিবীতে শ্বাস-প্রশ্বাস জনিত বিভিন্ন সমস্যা যেমন ব্রঙ্কাইটিস, হাপানী ইত্যাদি রোগে ভুগতে থাকা লোকের সংখ্যা অনেক। বিশেষ করে শীতকালে ফুসফুস এর দুর্বলতা জনিত সমস্যার কারনে বহু লোক অত্যন্ত কষ্টকর সময় অতিবাহিত করে।

Hypertension Control

উচ্চ রক্তচাপ হল সবচেয়ে সাধারণ ধরণের কার্ডিওভাসকুলার রোগ যা উন্নত এবং শিল্পায়নে উন্নত দেশগুলিতে লক্ষ লক্ষ মৃত্যুর জন্য দায়ী। সঠিক সময়ে চিকিৎসা না করা হলে এর পরিনতি গুরুতর হতে পারে।

ED Solution

পুরুষের শারিরীক সক্ষমতা বজায় রাখার জন্য বিভিন্ন হরমোন এর পাশাপাশি রক্তে কোলেস্টেরল, শর্করা, ফ্যাটি এসিড ইত্যাদির ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরী। এরই সাথে কিডনীর সুস্থতাও যৌন সাস্থ্যের জন্য অত্যন্ত জরুরী।

Full Body Detoxification

প্রকৃতিকে সত্যিকারের নিরাময়ের পথে আপনার পথপ্রদর্শক হতে দিন।

WU QING Detox Natural Treatment

Our 9D Machine

প্রকৃতিকে সত্যিকারের নিরাময়ের পথে আপনার পথপ্রদর্শক হতে দিন।

Check up your Full Body with our Bioresonance Technology

Meet Our Professional Teams

Mahmud Ur Rahman

Biotechnologist

Md Rabiul Hasan

Pharmacist

Soniya Sharmin

Psychologist

Dr. Helal Uddin Chisty

Physician